সোনার তরী
‘বাঁকা জল’ কিসের প্রতীক?
ধাবমান জলের
কালস্রোতের
কালো জলের
ভরা জলের
নদীর ‘বাঁকা' জলস্রোতে বেষ্টিত ছোট ক্ষেতটুকুর আশু বিলীয়মান হওয়ার ইঙ্গিত রয়েছে এ অংশে। 'বাঁকা জল' এখানে অনন্ত কালস্রোতের প্রতীক।
মাঝিকে কোথায় তরী ভেড়ানোর কথা বলা হয়েছে?
মাত্র পনেরো বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ প্রকাশিত হয়?
'সোনার তরী’ কবিতায় কবির সৃষ্টিকর্মকে কী হিসেবে কল্পনা করা হয়েছে?
’সোনার তরী’ কবিতাটিতে নিঃসঙ্গ কৃষক বলতে মূলত কাকে বোঝানো হয়েছে?