সাধারণ জ্ঞান
বাংলাদেশের সংবিধানে মোট কতটি সংশোধনী যোগ করা হয়েছে?
"• বাংলাদেশে এ যাবৎ ১৫ বার সংবিধান সংশোধনী হয়েছে। বাংলাদেশ সংবিধানের উল্লেখযোগ্য সংশোধনী :-
• প্রথম সংশোধনী (১৯৭৩) - যুদ্ধপরাধীর বিচার।
• দ্বিতীয় সংশোধনী (১৯৭৩) - ""জরুরি অবস্থা” ঘোষণার বিধান।
• তৃতীয় সংশোধনী (১৯৭৪) - বেরুবাড়ী ভারতের নিকট হস্তান্তরের বিধান।
• চতুর্থ সংশোধনী (১৯৭৫) - রাষ্ট্রপতি শাসন পদ্ধতি চালু এবং একদলীয় রাজনীতির প্রবর্তন।
• অষ্টম সংশোধনী (১৯৮৮) - রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে স্বীকৃতিদান, Dacca থেকে Dhaka এবং Bangali থেকে Bangla এ পরিবর্তন করা।
• ত্রয়োদশ সংশোধনী (১৯৯৬) - নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন।
• পঞ্চদশ সংশোধনী (২০১১)- তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্তি; ৭২র মূলনীতি পুর্নবহাল
• ষোড়শ সংশোধনী (২০১৪) বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে ন্যাস্ত করণ।"(বর্তমানে ১৭টি)