বাংলাদেশের জাতীয় বিষয়াবলি ও গুরুত্বপূর্ণ দিবসসমূহ
বাংলাদেশের স্বাধীনতা দিবস কোনটি?
বাংলাদেশের জাতীয় দিবস স্বাধীনতা দিবস। প্রতি বছর ২৬শে মার্চ তারিখে এ দিবসটি পালিত হয়। ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ আনুষ্ঠানিকভাবে নিজেদের স্বাধীনতার সংগ্রাম শুরু করে। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। তাই ২৬শে মার্চকে বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে পালন করা হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে সারাদেশে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সরকারি ছুটি থাকে। সকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঢাকায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এদিন সারাদেশে বিভিন্ন স্থানে সমাবেশ, র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোকসজ্জা করা হয়।