বায়ান্নর দিনগুলো

"বাংলাদেশ যে আপনার কাছ থেকে অনেক কিছু আশা করে।” 'বায়ান্নর দিনগুলো' রচনায় উক্তিটি দ্বারা বঙ্গবন্ধু সম্পর্কে কী আশা করা হয়েছে?

RB 24

আওয়ামী নেতাকর্মী দের গ্রেফতার ও নির্যাতনের মাত্রা বাড়ার সাথে সাথে মুজিবের স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে ।২৫ তারিখ সকালে সিভিল সার্জন তাকে পরীক্ষা করে মুখ গম্ভীর করে চলে যান। পরে এসে বলেন “এভাবে মৃত্যুবরণ করে কি কোনো লাভ হবে? বাংলাদেশ যে আপনার কাছ থেকে অনেক কিছু আশা করে“ এ দিয়ে বোঝাতে চান , বাংলার মানুষ মুক্তি চায়। ও মুজিবের থেকে যোগ্য নেতা কেউ নেই। এখন তিনি মারা গেলে যোগ্য নেতৃত্ব কোথায় পাবেন?

বায়ান্নর দিনগুলো টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো