বাংলার ১৯৪৩ সালের দুর্ভিক্ষের ওপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী?
১৯৪৩ সালে দুর্ভিক্ষের ওপর জয়নুলের আঁকা ছবির নাম 'ম্যাডোনা ৪৩'। তিনি বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী এবং চারুকলা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা। তার উল্লেখযোগ্য চিত্রকর্মের মধ্যে রয়েছে-সংগ্রাম (গরু), ঝড়, মইটানা, গায়ের বধূ, সাঁওতাল রমণী, মা ইত্যাদি।