সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ও লিমিটিং ফেক্টর
বায়ুমন্ডলে কতভাগ CO2 থাকে?
।বায়ুমণ্ডলে -এর পরিমাণ শতকরা ০.০৪ ভাগ,কিন্তু এ প্রক্রিয়ায় উদ্ভিদ শতকরা এক ভাগ পর্যন্ত ব্যবহার করতে পারে,তাই বায়ুমন্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ ১% পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সাথে সামঞ্জস্য রেখে সালোকসংশ্লেষণের পরিমাণও দেড়ে যায়।