বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ
‘বারোভূইয়া’ কাদের বলা হতো?
ষোড়শ থেকে সপ্তদশ শতকের মধ্যবর্তী সময়ে মোঘলদের বিরুদ্ধে বাংলার যেসব শক্তিশালী স্বাধীন জমিদার সংগ্রাম করেছেন ঐতিহাসিক দৃষ্টিতে তারাই ‘বারোভূঁইয়া’। প্রথমদিকে বারোভূঁইয়াদের নেতা ছিল ঈশা খান। এখানে বারো বলতে অনির্দিষ্ট সংখ্যক জমিদারদের বোঝানো হত।