বিভীষণের প্রতি মেঘনাদ

বিভীষণের প্রতি মেঘনাদ' কাব্যাংশে অরিন্দম বলতে কাকে বোঝানো হয়েছে?

অরিকে(শত্রু) দমন করে যে তাকে অরিন্দম বলে। অরি শব্দের অর্থ শত্রু।বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় মেঘনাদকে অরিন্দম বলা হয়েছে।

বিভীষণের প্রতি মেঘনাদ টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতায় কাকে বাসবত্রাস বলা হয়েছে?

১৭৫৭ সালে পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল যাদের বিশ্বাসঘাতকতায় তাদের মধ্যে অন্যতম প্রধান সেনাপতি মীরজাফর। প্রধান সেনাপতি হয়েও তিনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেননি। শুধু মীরজাফরই নয় রাজবল্লভ, রায়দুর্লভ, উমিচাঁদ, জগৎশেঠও যুদ্ধে চরম অসহযোগিতা করেছে। কিন্তু মোহনলাল ও মীরমর্দান বাঙালি জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে নি। দেশের জন্য যুদ্ধ করেছেন এবং জীবন দিয়েছেন। পক্ষান্তরে মীরজাফর এবং তার দোসররা বাঙালি জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং বাঙালি জাতিকে প্রায় ২০০ বছর ইংরেজদের গোলামি করতে বাধ্য করেছে।

মধুসূদন দত্তের রচনা কোনটি?

লঙ্কাপুরী কালসনিলে ডুবে বিভীষণ কোথায় আশ্রয় নেয়?