AI,robotics,virtual reality
ভার্চুয়াল রিয়েলিটি হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স,হার্ডওয়্যার,সফটওয়্যার, কম্পিউটার সিমুলেশনের ও সেন্সরের মাধ্যমে তৈরিকৃত এমন 3D কৃত্রিম পরিবেশ যা উপস্থাপন করা হলে ব্যবহারকারীদের কাছে এটিকে বাস্তব পরিবেশ মনে হয়। সাধারণ গ্রাফিক্স আর ভার্চুয়াল জগতের গ্রাফিক্সের মধ্যে তফাত হলো এখানে শব্দ এবং স্পর্শকেও যথেষ্ট গুরুত্ব দেয়া হয়। ব্যবহারকারীরা যা দেখে এবং স্পর্শ করে তা বাস্তবের কাছাকাছি বোঝানোর জন্য বিশেষভাবে তৈরি চশমা বা হেলমেট (HMD: Head Mountained Display) ছাড়াও অনেক সময় ডেটা গ্লাভস, বুট, স্যুট ব্যবহার করা হয়।