পরিসরাঙ্ক , চতুর্থক ও গড় ব্যবধানাংক এবং বিভেদাঙ্ক

বিস্তার পরিমাপে অনপেক্ষ (Absolute)\left(Absolute\right) পরিমাপ কোনটি?

ALL B 18

বিস্তার পরিমাপে অনপেক্ষ (Absolute)\left(Absolute\right) পরিমাপ চতুর্থক ব্যবধান।
পরিসর শব্দের অর্থ ব্যবধান অর্থাৎ তথ্যের সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান-এর ব্যবধানকে পরিসর বলে।
পরিমাপের আদর্শ বিস্তার পরিমাপ হল বিভেদাঙ্ক।
কোনো উপাত্তের মানগুলি হতে তাদের কেন্দ্রমানের (গড় বা মধ্যমা বা প্রচুরক) ব্যবধানের পরমমানের সমষ্টিকে মোট উপাত্ত সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে ঐ কেন্দ্র মান হতে মাপা গড় ব্যবধান (Mean Deviation) বলে।

পরিসরাঙ্ক , চতুর্থক ও গড় ব্যবধানাংক এবং বিভেদাঙ্ক টপিকের ওপরে পরীক্ষা দাও