পৃষ্ঠটান ও পৃষ্ঠশক্তি
বৃষ্টির ফোঁটা গোলাকার কারণ-
পৃষ্ঠটানের জন্য বৃষ্টির ফোঁটা গোলাকার হয়।
পানি ব্যবহার করার পর কল বন্ধ করা হল।তারপরও ফোঁটা ফোঁটা পানি পড়ছিল।পরিমাপ করে দেখা গেল প্রতিটি ফোঁটার ব্যাস 4×10-7m । এরকম আঁটটি পানির ফোঁটা একত্রিত করে একটি বড় পানির ফোঁটা তৈরী করা হল।পানির পৃষ্ঠটান 72×10-3 N/m হলে,
(i)বড় পানি ফোঁটার ব্যাস কত?
(ii)পানির তাপমাত্রা কত বৃদ্ধি পাবে?
একটি তরলের ফোঁটা ভেঙ্গে 125 টি ফোঁটা তৈরি করতে কত শক্তি দরকার? [তরলের তলটান T ধরতে হবে]
একটি কাঁচ পৃষ্ঠের উপর পানি ঢাললে তা যতটা ছড়ায় দুধ ততটা ছড়ায় না। এর কারণ কি ?
পৃষ্ঠটান (T) এবং পৃষ্ঠশক্তি (E) এর মধ্যে সম্পর্ক কীরুপ?