১.১৩ বজ্রপাত এ বায়ুমণ্ডল ও মাটিতে N ফিক্সেশন
বৃষ্টির সময় বজ্রপাতের ফলে মাটিতে কোন লবণের পরিমাণ বৃদ্ধি পায়?
বর্জ্র বৃষ্টির সময় উচ্চ তাপমাত্রায় (3000 C) NO তৈরি হয়। পরে তাপমাত্রায় অধিক পরিমাণে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে NO উৎপন্ন করে। পরে বৃষ্টির পানির সাথে যুক্ত গঠন করে। যা মাটিতে আয়নের পরিমাণ বৃদ্ধি করে।
পটাশিয়াম নাইট্রেটের একটি জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে নিম্নের কোন গ্যাস/গ্যাস সমূহ উৎপন্ন হবে?
স্থির তাপমাত্রায় চাপে হাইড্রোজেন গ্যাস এবং চাপে নাইট্রোজেন গ্যাসকে আয়তনের শূণ্য ফ্লাস্কে রাখা হলে মিশ্রণের মোট চাপ কত হবে?
নিচের কোনটি সাধারন দূষক হিসেবে গণ্য নয়?
নিচের উক্তি গুলো লক্ষ করো-
দূষক গুলো প্রাণীর স্বাভাবিক জীবন যাত্রার উপর বিরূপ প্রভাব ফেলে
SO2, CO2, NO2 প্রাইমারি বায়ু দূষণ
SO3, O3, PAN সেকেন্ডারি বায়ু দূষণ
নিচের কোনটি সঠিক?