১.১৩ বজ্রপাত এ বায়ুমণ্ডল ও মাটিতে N ফিক্সেশন

বৃষ্টির সময় বজ্রপাতের ফলে মাটিতে কোন লবণের পরিমাণ বৃদ্ধি পায়?

বর্জ্র বৃষ্টির সময় উচ্চ তাপমাত্রায় (3000°\degree C) NO তৈরি হয়। পরে 50C 50^{\circ} \mathrm{C} তাপমাত্রায় অধিক পরিমাণে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে NO2_2 উৎপন্ন করে। পরে বৃষ্টির পানির সাথে যুক্ত HNO3 \mathrm{HNO}_{3} গঠন করে। যা মাটিতে NO3 \mathrm{NO}_{3}^{-} আয়নের পরিমাণ বৃদ্ধি করে।

১.১৩ বজ্রপাত এ বায়ুমণ্ডল ও মাটিতে N ফিক্সেশন টপিকের ওপরে পরীক্ষা দাও