কারক ও বিভক্তি

ব্যায়ামে শরীর ভাল থাকে- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

"ব্যায়ামে" শরীর ভাল থাকে - বাক্যে উদ্ধৃত শব্দটি করণ কারকে ৭মী বিভক্তি। ‘করণ' শব্দের অর্থ যন্ত্র, সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কিসের দ্বারা' বা 'কী উপায়ে' প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা – ই করণ কারক। যেমন – ব্যায়ামে শরীর ভালো থাকে।( কিসের দ্বারা ভালো থাকে? ব্যায়ামের )

সপ্তমী বিভক্তিতে ক্রিয়ার সাথে এ, য়, তে যুক্ত হয়। যেমন - ব্যায়াম এ; অর্থাৎ ব্যায়ামে।

কারক ও বিভক্তি টপিকের ওপরে পরীক্ষা দাও