১.৫- মেজারিং সিলিন্ডার বুরেট, ফ্লাক্স,পিপেট

ব্যুরেটে একটি ক্ষুদ্রতম ভাগের আয়তন কত? 

গুহ স্যার

ব্যুরেট হলো দাগাঙ্কিত সমান ব্যাসবিশিষ্ট মোটা কাচের নল দ্বারা তৈরি একটি যন্ত্র । নলটির একমুখ খোলা। নিচের মুখ খুব সরু। সরু মুখে স্টপ-কক লাগানো থাকে । স্টপ-কক দ্বারা ব্যুরেট থেকে দ্রবণের পতন নিয়ন্ত্রণ করা হয়। ব্যুরেট সাধারণত 50 cm3^3 আয়তনের হয়ে থাকে। ব্যুরেটের গায়ে দাগাঙ্কিত করে 50টি ভাগে ভাগ করা থাকে। প্রতি ভাগের আয়তন 1 cm3^3। প্রতি 1 cm3^3 ভাগকে আবার 10 টি ভাগে ভাগ করা থাকে। তাই একটি ক্ষুদ্রতম ভাগের আয়তন 0.1 cm3^3 হয়।

১.৫- মেজারিং সিলিন্ডার বুরেট, ফ্লাক্স,পিপেট টপিকের ওপরে পরীক্ষা দাও