১.৫- মেজারিং সিলিন্ডার বুরেট, ফ্লাক্স,পিপেট
ব্যুরেটে একটি ক্ষুদ্রতম ভাগের আয়তন কত?
ব্যুরেট হলো দাগাঙ্কিত সমান ব্যাসবিশিষ্ট মোটা কাচের নল দ্বারা তৈরি একটি যন্ত্র । নলটির একমুখ খোলা। নিচের মুখ খুব সরু। সরু মুখে স্টপ-কক লাগানো থাকে । স্টপ-কক দ্বারা ব্যুরেট থেকে দ্রবণের পতন নিয়ন্ত্রণ করা হয়। ব্যুরেট সাধারণত 50 cm আয়তনের হয়ে থাকে। ব্যুরেটের গায়ে দাগাঙ্কিত করে 50টি ভাগে ভাগ করা থাকে। প্রতি ভাগের আয়তন 1 cm। প্রতি 1 cm ভাগকে আবার 10 টি ভাগে ভাগ করা থাকে। তাই একটি ক্ষুদ্রতম ভাগের আয়তন 0.1 cm হয়।
[X ও Y এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে ১১ ও ১৯]
একজন শিক্ষার্থী ল্যাবরেটরিতে টাইট্রেশন কাজের জন্য পিপেটের সাহায্যে মুখ দিয়ে HCl দ্রবণ টানার সময় মুখের মধ্যে কিছু দ্রবণ প্রবেশ করলে তা খেয়ে ফেলে।
পিপেটের সাহায্যে দ্রবণ নেয়ার ক্ষেত্রে বিকল্প কী ব্যবহার করতে পারতো?
টাইট্রেশনের জন্য একজন শিক্ষার্থী ব্যুরেটে H2SO4 দ্রবণ কনিকেল ফ্লাস্কে 10mL 0.1M Na2CO3 দ্রবণ নিল।
কনিক্যাল ফ্লাস্কে দ্রবণটি নেওয়ার জন্য কোন কাচ উপকরণ ব্যবহার করা সঠিক হবে?
Na2CO3 এর একটি প্রমাণ দ্রবণ প্রস্তুতির জন্য নিম্নের কোনটি প্রয়োজন পড়ে না?