পেশির গঠন, প্রকারভেদ ও কাজ এবং 'রডস ও লিভার
‘ভাঁজ করা বাহু’ থেকে কী সুবিধা পাওয়া যায়?
তৃতীয়-শ্রেণির লিভার (Third-class lever) : একটি ভাঁজ করা বাহুকে তৃতীয়-শ্রেণির লিভার বলা যায়।
তৃতীয় শ্রেণির লিভারে প্রচেষ্টার অবস্থান ভার ও পিভটের মাঝে বলা হলেও প্রকৃতপক্ষে প্রচেষ্টা আর পিভট খুব কাছাকাছি অবস্থান করে। প্রচেষ্টার চেয়ে ভার বেশি হওয়ায় এ ক্ষেত্রে কোনো যান্ত্রিক সুবিধা পাওয়া যায় না । তবে বাইসেপস পেশির সামান্য সংকোচনে সম্মুখ বাহুতে বৃহত্তর সঞ্চালনের সৃষ্টি হয় বলে যান্ত্রিক অসুবিধাটুকু পূরণ হয়ে যায় । দ্রুতগতির সঞ্চালন (movement) সুবিধা পাওয়া যায় এ ধরনের লিভার থেকে।