ভাইরাসের বৈশিষ্ট্য, গঠন প্রকারভেদ ও গুরুত্ব

ভাইরোলজির জনক কে?

RCC 24

অনুজীববিজ্ঞানের যে শাখায় ভাইরাস নিয়ে গবেষণা করা হয় তাকে ভাইরোলজি বা ভাইরাসবিদ্যা বলে। ভাইরাস বলতে বোঝায় চোখে দেখা যায় না, একেবারে ক্ষুদ্রাকৃতির, ডি এন এ বা আর এন এ নিয়ে গঠিত যা পোটিনের আবরণ দিয়ে গঠিত এক ধরনের বস্তু।বিজ্ঞানী ডাব্লিউ এম স্ট্যানলিকে ভাইরোলজির জনক বলা হয়।

ভাইরাসের বৈশিষ্ট্য, গঠন প্রকারভেদ ও গুরুত্ব টপিকের ওপরে পরীক্ষা দাও