পদ প্রকরণ
‘ভালো নিজেকে জাহির করে না, অনেক সময়ই তাকে খুঁজে বের করতে হবে।’- এই বাক্যে ‘ভালো’ শব্দটি কোন পদ?
বাক্যে ব্যবহূত যে পদ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, সমষ্টি, স্থান, কাল, ভাব, কাজ, বা গুণের নাম বোঝায়, তাকে বিশেষ্য পদ বলে। এক কথায়, কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলে। যেমন: নজরুল, মানুষ, বই, খাতা, লেখাপড়া, পশু, সভা, সমিতি, ঢাকা, খুলনা, শয়ন, ভোজন ইত্যাদি।