৫.৯ ইথানয়িক অ্যাসিড থেকে ভিনেগার

ভিনেগার খাদ্য সংরক্ষণ করে -

  1. অম্লীয় পরিবেশ সৃষ্টির মাধ্যমে 
  2. ব্যাকটেরিয়ার অ্যাক্টিভ সাইট নষ্ট করে
  3. কিলেটিং এজেন্ট হিসেবে 

নিচের কোনটি সঠিক? 

NDCM 23

খাদ্যদ্রব্যে ভিনেগার যোগ করলে উপাদানের pH মান কমে যায়। এ মান 5 থেকে 4 এর নিচে নেমে আসে। খাদ্যের pH মান 4.5 এর নিচে নেমে গেলে ব্যাকটেরিয়া দ্বারা খাদ্যদ্রব্য কোনোভাবেই নষ্ট হয় না। তবে ঈস্ট ও মোল্ড এ pH মানেও বংশবিস্তার করতে পারে। অধিকাংশ অণুজীবের বংশবিস্তারের অনুকূল pH পরিসর 6.5–7.5 ।

৫.৯ ইথানয়িক অ্যাসিড থেকে ভিনেগার টপিকের ওপরে পরীক্ষা দাও