অভিকর্ষ ও অভিকর্ষজ ত্বরণ

ভূ-পৃষ্ঠের দুটি স্থানে সরল দোলকের দোলনকাল যথাক্রমে 2sec ও 2.01sec ।প্রথম স্থানে অভিকর্ষজ ত্বরণ এর মান 9.8 ms-2 হলে দ্বিতীয় স্থানে এর মান কত?

T1T2=g2g1T1  2T2  2=g2g1g2=T1  2T2  2×g1\frac{T_1}{T_2}=\sqrt{\frac{g_2}{g_1}}\Rightarrow\frac{T_1^{\ \ 2}}{T_2^{\ \ 2}}=\frac{g_2}{g_1}\Rightarrow g_2=\frac{T_1^{\ \ 2}}{T_2^{\ \ 2}}\times g_1

=22(2.01)2×9.8=9.7ms2=\frac{2^2}{\left(2.01\right)^2}\times9.8=9.7ms^{-2}

অভিকর্ষ ও অভিকর্ষজ ত্বরণ টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

অভিকর্ষীয় ত্বরণ g বনাম পৃথিবী পৃষ্ঠ হতে গভীরতা h এর লেখচিত্র কোনটি?

6kg ভরের কোন বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 10m উচ্চতায় উঠিয়ে অতঃপর একে আনুভূমিক বরাবর 5m সরনো হলো । [g=9.8ms-2]

এক্ষেত্রে -

  1. অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ -588জুল

  2. বাইরের এজেন্ট দ্বারা কৃত কাজ +588জুল

  3. অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ-3.675 × 10-20 eV

   নিচের কোনটি সঠিক?

পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেলে মেরু বিন্দুতে কোন বস্তুর ভর হবে-

খোলা মাঠে রফিক একটি বস্তুকে বিশেষ যান্ত্রিক ব্যবস্থায় উপরে নিক্ষেপ করার চেষ্টা করছে। বন্ধু রহিম তাঁকে সতর্ক করে বলে বেশি জোরে নিক্ষেপ করলে বস্তুটি আর পৃথিবীতে ফিরে আসবে না। পৃথিবীর ব্যাসার্ধ = 64 × 105 m এবং g=9.78 m-s2.

কী কারণে বন্ধু রহিমের আশঙ্কাটি সত্য হবে?