সমাস

মধ্যপদলোপী কর্মধারয়ের উদাহরণ-

DU C 11-12

গাড়ি রাখার বারান্দা = গাড়িবারান্দা । এখানে পরপদের প্রাধান্য রয়েছে এবং মধ্যপদ লোপ পেয়েছে। আর আমরা জানি মধ্যপদলোপী কর্মধারয় সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পায় এবং ব্যাসবাক্যের মধ্যপদের লোপ ঘটে। এ সমাসের দৃষ্টান্ত হলো- শিক্ষা বিষয়ক মন্ত্রী= শিক্ষামন্ত্রী, সিংহ চিহ্নিত আসন= সিংহাসন, ধর্ম রক্ষার্থে ঘট= ধর্মঘট।

সমাস টপিকের ওপরে পরীক্ষা দাও