সমাস
মধ্যপদলোপী কর্মধারয়ের উদাহরণ-
গাড়ি রাখার বারান্দা = গাড়িবারান্দা । এখানে পরপদের প্রাধান্য রয়েছে এবং মধ্যপদ লোপ পেয়েছে। আর আমরা জানি মধ্যপদলোপী কর্মধারয় সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পায় এবং ব্যাসবাক্যের মধ্যপদের লোপ ঘটে। এ সমাসের দৃষ্টান্ত হলো- শিক্ষা বিষয়ক মন্ত্রী= শিক্ষামন্ত্রী, সিংহ চিহ্নিত আসন= সিংহাসন, ধর্ম রক্ষার্থে ঘট= ধর্মঘট।
(ক) সমাস কাকে বলে? বাংলা ভাষায় সমাসের প্রয়োজনীয়তা আলোচনা করো।
অথবা, (খ) প্রত্যয়ের নামসহ প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করো (যেকোনো পাঁচটি):
জেলে, সৃষ্টি, দৈনিক, ক্রেতা, উক্তি, নকলনবিশ, বিনয়, সৌন্দর্য।
(ক) "উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে।"- আলোচনা কর।
অথবা,
(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখ:
প্রতিদান, সুচেতনা, বাংলাদেশ, নদীমাতৃক, সৈন্যসামন্ত, সপ্তর্ষি, স্বাধীনতা, চরণকমল।
‘মেহেদীরাঙা' এর সঠিক ব্যাসবাক্য কী?
মুখচন্দ্র' কোন সমাস?