৫.ম্যালেরিয়ার পরজীবী ও এর জীবনচক্র এবং মানবদেহ সংক্রমন ও প্রতিকার
মশকীর দংশনের মাধ্যমে ম্যালেরিয়া পরজীবীর কোন দশা মানবদেহে প্রবেশ করে?
ম্যালেরিয়া পরজীবী বহনকারী কোনো মশকী মানুষকে দংশন করলে সঙ্গে সঙ্গে জ্বর হয় না। দংশনের মাধ্যমে স্পোরোজয়েট মানবদেহে প্রবেশের পর যকৃৎকোষকে আক্রমণ করে এবং এখানে জীবনচক্রের বিভিন্ন ধাপ অতিক্রম করে। এ সময় মানুষের যকৃৎকোষ ক্ষতিগ্রস্ত হলেও রোগের তেমন কোনো লক্ষণ প্রকাশ পায় না।