ম্যালেরিয়ার পরজীবী ও এর জীবনচক্র এবং মানবদেহ সংক্রমন ও প্রতিকার
মশকীর মাধ্যমে এক প্রকার রক্ত পরজীবী এক মানুষের দেহ থেকে অন্য মানুষের দেহে স্থানান্তরিত হয়। পরজীবীটির জীবনচক্রের অংশবিশেষ কেবল মশকীর দেহে সম্পন্ন হয়।
হেপাটোসাইট কী?
সুপ্তাবস্থা বলতে কী বুঝায়?
উল্লিখিত পরজীবী মানুষের লোহিত রক্ত কণিকায় যেসব পরিবর্তন ঘটায় তা চিহ্নিত চিত্রের সাহায্যে দেখাও।
উদ্দীপকের শেষোক্ত বাক্যটির যথার্থতা বিশ্লেষণ কর।
ম্যালেরিয়া পরজীবী গুলোর সুপ্তিকাল কত?
প্লাজমোডিয়ামের হ্যাপ্লয়েড অবস্থায় প্রথম কোষ কোথায় সৃষ্টি হয়?
নিচের কোনটি কোয়ার্টান ম্যালেরিয়া বহন করে?