কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের ধারনা
মহাকর্ষীয় বলের পাল্লা কত?
মহাবিশ্বের যেকোন দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে। এই বলের পরিমাণ ক্রিয়াশীল বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং বস্তুদ্বয়ের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক । গ্রাভিটন কণার পারস্পরিক বিনিময়ের দ্বারা এই বল ক্রিয়াশীল। এর পাল্লা অসীম।