আমার পথ
কাজী নজরুল ইসলাম 'আমার পথ' প্রবন্ধে বলেছেন-মহাত্মা গান্ধী নিজের ওপর অটুট বিশ্বাস করতে শেখাচ্ছিলেন।কিন্তু আমরা তা বুঝলাম না,আমরা বললাম, 'গান্ধীজি আছেন'।এই পরাবলম্বনই আমাদের নিস্ক্রিয় করে ফেলে।
আত্মবিশ্বাসী মানুষই সাফল্যের পথে এগিয়ে যান। তিনি অন্যের মত ও পথের প্রতি শ্রদ্ধা বজায় রেখেও নিজের সত্যকে প্রতিষ্ঠা করতে পারেন। অন্যের উপর নির্ভরতা তার লক্ষ্য নয়। নিজেকে চিনে এবং নিজের বিশ্বাসকে বড় মনে করার মধ্য দিয়েই তিনি কল্যাণকর কিছু করতে পারেন।
১৯৭২ সালে কার উদ্যেগে কাজী নজরুল ইসলামকে সপরিবারে স্বাধীন বাংলাদেশে এনে নাগরিকত্ব ও জাতীয় কবির স্বীকৃতি দেওয়া হয়?
‘আমার পথ’ প্রবন্ধ অনুসারে আমরা পরাধীন যে কারণে-