মাইটোসিস ও এর ধাপ

মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোসোমীয় নৃত্য দেখা যায়?

প্রো-মেটাফেজ পর্যায়ে ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের নির্দিষ্ট তন্তুর সাথে সংযুক্ত হয়। এসময় ক্রোমোসোম একটু আন্দোলিত হয় যাকে ক্রোমোসোমীয় নৃত্য বলা হয়ে থাকে। আসলে ক্রোমোসোমগুলো বিষুবীয় অঞ্চলের দিকে যেতে থাকে ।

মাইটোসিস ও এর ধাপ টপিকের ওপরে পরীক্ষা দাও