মাইটোসিস ও এর ধাপ

মাইটোসিসের কোন পর্যায়ে স্পিন্ডল ফাইবার অদৃশ্য হয়?

DB 23

টেলোফেজ (Telophase) বা অন্তপর্যায়: কোষ বিভাজনের এ

পর্যায়ে অপত্য ক্রোমোজোমসমূহ দুই বিপরীত মেরুতে স্থির অবস্থান নেয়। এ পর্যায়ে ক্রোমোজোমগুলোতে আবার জলযোজন (hydration) ঘটে। ফলে এরা ক্রমান্বয়ে প্রসারিত হয়। ক্রোমোজোমগুলো ক্রমশ সরু ও লম্বা হতে থাকে এবং অদৃশ্য হতে থাকে। এ পর্যায়ের শেষের দিকে দুই মেরুতে ক্রোমোজোমগুলোর চারদিকে নিউক্লিয়ার এনভেলপ এবং স্যাট ক্রোমোসোমের গৌণ কুঞ্চনে নিউক্লিয়োলাসের পুনঃআবির্ভাব ঘটে। ফলে দু' মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয়।

মাইটোসিস ও এর ধাপ টপিকের ওপরে পরীক্ষা দাও