তাহারেই পড়ে মনে
মাঘের সন্ন্যাসী দিগন্তের কেমন পথে গেছে?
ঋতুরাজ বসন্তে প্রকৃতি সাজ সাজ রবে মেতে উঠলেও ডা. ইমরান তার পেশায় ব্যস্ত থাকায় কিছুই অনুভব করেননি।
ডা. ইমরানের মধ্যে 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির কোন দিকটির দৃশ্যমান?
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও: পারিবারিক অ্যালবাম খুলতে ইচ্ছে করে না এখন আর। অথচ এই অ্যালবামের ছবিই ছিল একসময় আমার অবসরের সঙ্গী। এখন সেগুলো আনন্দ নয়, বরং বেদনাই জাগায়।
উদ্দীপক ও 'তাহারেই পড়ে মনে' কবিতায় শোকের প্রকৃতি কেমন?
'কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী'। এখানে 'মাঘের সন্ন্যাসী' কে?
'সে বসন্ত একদিন করেছিল শত কোলাহল
সে আজ নিঃশব্দে আসে আমার নির্জনে'
উদ্দীপকের ভাবানুষজ্ঞ 'তাহারেই পড়ে মনে' কবিতার কোন চরণের সাথে সাদৃশ্যপূর্ণ?