মূত্র,বৃক্ক বিকল,ডায়ালাইসিস,বৃক্ক প্রতিস্থাপন , হরমোনাল ক্রিয়া

মানবদেহের একজোড়া বিশেষ অঙ্গ রক্ত হতে ইউরিয়া, অতিরিক্ত লবণ ও পানি অপসারণ করে এটি কয়েক লক্ষ সূক্ষ্ম নালিকা দ্বারা গঠিত।

উদ্দীপকের অঙ্গটির কাজে কোন হরমোনের ভূমিকা রয়েছে ?

আবুল হাসান স্যার

মূত্রের ঘনত্ব নিয়ন্ত্রণ (Control of Urine Concentration)

আহারের সঙ্গে পানি গ্রহণ এবং ঘাম, মল-মূত্র ত্যাগ ইত্যাদির মাধ্যমে পানি ত্যাগ প্রক্রিয়ার মাধ্যমে দেহ রক্তের দ্রব (solute)-এর স্থিতাবস্থা নিয়ন্ত্রণ করে । এ প্রক্রিয়ায় সুনির্দিষ্টভাবে প্রভাব ফেলে অ্যান্টিডাইইউরেটিক হরমোন (ADH)। বিপুল পরিমাণ কম ঘন মূত্র উৎপাদন প্রক্রিয়া ডাইইউরেসিস (diuresis) এবং এর বিপরীত প্রক্রিয়াটি স্বভাবতই অ্যান্টিডাইইউরেসিস (antidiuresis) নামে পরিচিত । ADH কার্যগতভাবে অ্যান্টিডাইউরেটিক, অতএব বেশি ঘন মূত্র উৎপন্নে ভূমিকা পালন করে। ADH একটি পেপটাইড হরমোন। মস্তিষ্কের হাইপোথ্যালামাসে উৎপন্ন হয়ে ADH

পিটুইটারি গ্রন্থির পশ্চাখন্ডে প্রবেশ করে। রক্তে পানির পরিমাণ স্বাভাবিকের চেয়ে কমে গেলে মস্তিষ্কের হাইপোথ্যালামাসে অবস্থিত অসমোরিসেপ্টর কোষগুলো উত্তেজিত হয় এবং ADH উৎপন্ন করে । নিউরোনের অ্যাক্সন বেয়ে ADH পশ্চাৎ পিটুইটারি গ্রন্থিতে প্রবেশ করে এবং রক্তস্রোতে ক্ষরিত হয় । ক্ষরিত হরমোন বৃক্কসহ দেহের সব অংশে বাহিত হয় ।

মূত্র,বৃক্ক বিকল,ডায়ালাইসিস,বৃক্ক প্রতিস্থাপন , হরমোনাল ক্রিয়া টপিকের ওপরে পরীক্ষা দাও