মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থার ধারণা (প্রথম,দ্বিতীয়, তৃতীয়)

মানবদেহে প্রতিরক্ষা ব্যবস্থার স্তর কয়টি?

মাজেদা বেগম ম্যাম

রোগ-ব্যাধির হাত থেকে রক্ষা পেতে মানবদেহ ৩টি প্রতিরোধ কৌশল প্রয়োগ করে থাকে । প্রত্যেকটি কৌশলকে একেকটি প্রতিরক্ষা স্তর (line of defence) নামে অভিহিত করা হয় । প্রতিটি ব্যবস্থা ভৌত ও রাসায়নিক প্রতিবন্ধক হিসেবে সদা সতর্ক রয়েছে । মানবদেহের ৩টি প্রতিরক্ষা স্তর (প্রথম, দ্বিতীয় ও তৃতীয়) নিচে উল্লেখ করা হলো ।

মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থার ধারণা (প্রথম,দ্বিতীয়, তৃতীয়) টপিকের ওপরে পরীক্ষা দাও