মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থার ধারণা (প্রথম,দ্বিতীয়, তৃতীয়)
মানবদেহে প্রতিরক্ষা ব্যবস্থার স্তর কয়টি?
রোগ-ব্যাধির হাত থেকে রক্ষা পেতে মানবদেহ ৩টি প্রতিরোধ কৌশল প্রয়োগ করে থাকে । প্রত্যেকটি কৌশলকে একেকটি প্রতিরক্ষা স্তর (line of defence) নামে অভিহিত করা হয় । প্রতিটি ব্যবস্থা ভৌত ও রাসায়নিক প্রতিবন্ধক হিসেবে সদা সতর্ক রয়েছে । মানবদেহের ৩টি প্রতিরক্ষা স্তর (প্রথম, দ্বিতীয় ও তৃতীয়) নিচে উল্লেখ করা হলো ।
জীবদেহ গঠনে প্রোটিনের ভূমিকা অপরিহার্য। আবার দেহের বিভিন্ন ক্রিয়া-বিক্রিয়া এনজাইম দ্বারা নিয়ন্ত্রিত হয়।
উদ্দীপকের অপরিহার্য গঠনটির বিশেষ উপাদান ব্লাড ক্যান্সারের নিরাময়ে ব্যবহার হয় নিচের কোনটি?
দেহের প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা-
নিচের কোনটি সঠিক?
আমাদের ত্বকের কার্যকরী স্তর কয়টি?
'Q' চিহ্নিত পদার্থটি-
প্লাজমা কোষ হতে সৃষ্টি হয়
প্রতিরক্ষায় অংশগ্রহণ করে
পলিমার
নিচের কোনটি সঠিক?