সান্দ্রতা ও স্টোকসের সূত্র
মানবদেহে শিরা উপশিরা দিয়ে রক্তের চলাচল কোন ধর্মের উপর হয়ে থাকে?
শিরা-উপশিরা দিয়ে রক্তের চলাচল সান্দ্রতা ধর্মের ওপর হয়ে থাকে।
প্রান্তবেগ সান্দ্রতা গুণাঙ্কের-
একই আয়তন, উপাদান ও ব্যাসার্ধবিশিষ্ট একটি নিরেট সিলিন্ডার ও গোলক একত্রে পানিতে ছেড়ে দেয়া হলো।
বস্তুদ্বয়ের উপাদানের ও পানির ঘনত্ব যথাক্রমে এবং । পানির সান্দ্রতা সহগ ।
যে ধর্মের ফলে তরল তার বিভিন্ন স্তরের আপেক্ষিক গতির বিরোধীতা করে,তাকে তরলের কী বলে?
2×10-4 m ব্যাসার্ধের একটি লোহার বল কোনো তরলের ভিতর দিয়ে কিছুক্ষণ পড়ার পর 4×10-2 ms-1 ধ্রুববেগ নিয়ে পড়তে থাকে। লোহা ও তরলের ঘনত্ব যথাক্রমে 7.8×103 kgm-3 এবং 103 kgm-3
তরলের সান্দ্রতাঙ্ক হবে-