প্রশ্বাস নিশ্বাস এবং অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন এবং শ্বাসরঞ্জক

মানব দেহের মধ্যচ্ছদার অরীয় পেশি সংকৃত হলে -

  1. বক্ষগহ্বরের ব্যাস বৃদ্ধি পায় 
  2. ফুসফুসের বায়ুচাপ হ্রাস পায়
  3. ফুসফুসের বায়ুচাপ বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক? 

RCC 23,পারভীন খানম ম্যাম

প্রশ্বাস বা শ্বাসগ্রহণ এর সময় মধ্যচ্ছদার অরীয় পেশি সংকুচিত হয়। ফলে বক্ষগহ্বরের অনুদৈর্ঘ্য ব্যাস বেড়ে যায় । একই সময় নিম্নভাগের পর্শুকাগুলো (ribs) কিছুটা উপরে উঠে আসায় বক্ষগহ্বরের পার্শ্বীয় এবং অগ্র-পশ্চাৎ ব্যাসও বেড়ে যায় । এসময় ফুসফুসের অভ্যন্তরে বায়ুচাপ হ্রাস পায়।

প্রশ্বাস নিশ্বাস এবং অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন এবং শ্বাসরঞ্জক টপিকের ওপরে পরীক্ষা দাও