প্রশ্বাস নিশ্বাস এবং অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন এবং শ্বাসরঞ্জক
মানব দেহের মধ্যচ্ছদার অরীয় পেশি সংকৃত হলে -
নিচের কোনটি সঠিক?
প্রশ্বাস বা শ্বাসগ্রহণ এর সময় মধ্যচ্ছদার অরীয় পেশি সংকুচিত হয়। ফলে বক্ষগহ্বরের অনুদৈর্ঘ্য ব্যাস বেড়ে যায় । একই সময় নিম্নভাগের পর্শুকাগুলো (ribs) কিছুটা উপরে উঠে আসায় বক্ষগহ্বরের পার্শ্বীয় এবং অগ্র-পশ্চাৎ ব্যাসও বেড়ে যায় । এসময় ফুসফুসের অভ্যন্তরে বায়ুচাপ হ্রাস পায়।