মেন্ডেলের সূত্রের ব্যতিক্রমসমূহ ও পলিজেনিক ইনহেরিট্যান্স
মানুষের জন্মগত মুক-বধিরতা কিসের উদাহরণ?
•দুটি ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রচ্ছন্ন অ্যালিল যখন পরস্পরের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তখন তাকে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস বলে।
•একটি জিন যখন অন্য একটি নন-অ্যালিলিজ জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয় তখন এ প্রক্রিয়াকে এপিস্ট্যাসিস বলে।
•একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত একই প্রজাতির উদ্ভিদের মধ্যে সংকরায়ন ঘটালে প্রকট বৈশিষ্ট্য অংশিকভাবে প্রকাশ পায় তাকে অসম্পূর্ণ প্রকটতা বলে।
•সমসংস্থ ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্যের দুটি অ্যালিল হেটারোজাইগাস অবস্থায় যখন একট-প্রচ্ছন্ন সম্পর্কের পরিবর্তে উভয়েই সমানভাবে প্রকাশিত হয়, তখন জিনের এ ধরনের স্বভাবকে সমপ্রকটতা বলে।