পরিপাক, মুখগহ্বর ও পাকস্থলীর খাদ্য পরিপাক প্রক্রিয়া ও লালাগ্রন্থি

মানুষের পৌষ্টিক নালির দৈর্ঘ্য-

  1. অন্ননালী প্রায় ২৫ সেমি 

  2. ক্ষুদ্রান্ত্র প্রায় ৬-৭ মিটার 

  3. বৃহদান্ত্র প্রায় ১.৫ মিটার 

নিচের কোনটি সঠিক? 

আলীম স্যার

পৌষ্টিকনালির সম্পূর্ণ দৈর্ঘ‍্য ৮-১০ মিটার। যেখানে,

অন্ননালী ২৫ সেমি,

পাকস্থলী ৩০ সেমি,

ক্ষুদ্রান্ত্র ৬ থেকে ৭ মিটার,

বৃহদান্ত্র ১.৫ মিটার।

পরিপাক, মুখগহ্বর ও পাকস্থলীর খাদ্য পরিপাক প্রক্রিয়া ও লালাগ্রন্থি টপিকের ওপরে পরীক্ষা দাও