ম্যালেরিয়ার পরজীবী ও এর জীবনচক্র এবং মানবদেহ সংক্রমন ও প্রতিকার
মানুষের রক্তে ম্যালেরিয়া জীবাণুর গ্যামিটোসাইটগুলাে কতদিন পর্যন্ত কার্যক্ষম থাকে?
মশকী দ্বারা গৃহীত হলে এদের গ্যামিটোগনি (যৌন জনন) শুরু হয়। তবে মানুষের রক্তে গ্যামিটোসাইট গুলো ৭ দিন পর্যন্ত সক্রিয় থাকে ও পরে নষ্ট হয়ে যায়।
আমেনা কাঁপুনিসহ জ্বরে ভুগছে। রক্ত পরীক্ষার পর ডাক্তার বললেন যে, লোহিত রক্ত কণিকায় এক প্রকার অণুজীবের সংক্রমণের কারণে এ অবস্থা হয়েছে।
ম্যালেরিয়া পরজীবীর মশকীর দেহে সংঘটিত যৌন জননের সময়কালকে দুটি পর্যায়ে ভাগ করা যায় ; যথা-
(ক)গ্যামিটোগণি এবং
(খ)স্পোরোগণি
উদ্দীপকের "খ" পর্যায়ে নিচের কোন গঠনটির সৃষ্টি হয় ?
A + B → জাইগোট উওসিস্ট C (মানবদেহ)
ম্যালেরিয়া পরজীবী গুলোর সুপ্তিকাল কত?