মায়োসিস ও এর ধাপ
মায়োসিস বিভাজনে নিউক্লিয়াস কতবার বিভক্ত হয়?
মায়োসিসে ক্রোমোসোম একবার ও নিউক্লিয়াস দুইবার বিভক্ত হয়।
মায়োসিস বিভাজন : যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস পর পর দু'বার এবং ক্রোমোসোম মাত্র একবার বিভাজিত হয়ে মাতৃকোষের ক্রোমোসোমের অর্ধেক সংখ্যক ক্রোমোসোমযুক্ত চারটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে মিয়োসিস কোষ বিভাজন বলে।
মেটাফেজ-১ এর পূর্ববর্তী ধাপের উপপর্যায় হল-
মেটাকাইনেসিস
প্যাকাইটিন
ডিপ্লোটিন
নিচের কোনটি সঠিক?
প্যাকাইটিন উপদশায় ঘটে—
ক্রসিং ওভার ঘটে
প্রতিটি ক্রোমোজমকে সেন্ট্রমিয়ার ব্যতিত অনুদৈর্ঘ্য দুটি ক্রোমাটিড বিভক্ত হতে দেখা যায়
প্রতিটি বাইভালেন্ট দুটি সেন্ট্রোমিয়ার ও চারটি ক্রোমাটিড থাকে
কোষ বিভাজনের কোন উপধাপে 'X' আকৃতির Chiasma সৃষ্টি হয়?