মাসি-পিসি

মাসি-পিসির গলা ঝরঝরে'- এর মাধ্যমে কী বোঝানো হয়েছে?

মাসি পিসি গল্পে দেখা যায় মাসি পিসি যখন শহর থেকে সবজি বেচে ঘাটে ফিরেছিল তখন কৈলাস তাদের ডাক দেয়। তখন মাসি বিরক্তির সুরে বলে যে এখন বেশি বেলা নেই তাই দাঁড়ানো যাবে না । আর পিসি বলে যে অনেকটা পথ যেতে হবে । তাই তাদের দাঁড়ানোর সময় নেই। তখন মাসি পিসির গলা একটু ঝরঝরে শোনা যাচ্ছিল আওয়াজ মোটা থাকে এবং কথাতে একটু ঝংকার থাকে। এর মাধ্যমে মাসি পিসির রুক্ষ মনোভাব প্রকাশ পেয়েছে ।পাশাপাশি কৈলাসের প্রতি কিছুটা বিরক্তিও প্রকাশ পেয়েছে।

মাসি-পিসি টপিকের ওপরে পরীক্ষা দাও