বাংলা
'মাসি-পিসি' গল্পে আহ্লাদীর মুখে কে দেখতে পায় নিজ মেয়ের মুখের ছাপ?
মাসি-পিসি' গল্পের আহ্লাদির সঙ্গে রহমানের মেয়ের চেহারার কোনো মিল না থাকলেও তাদের জীবন কাহিনি ছিল একই রকম । দুজনই পুরুষতান্ত্রিক সমাজের নির্মম নির্যাতনের শিকার । তাই আহ্লাদির ফ্যাকাশে মুখে রহমান তার মেয়ের মুখের ছাপ দেখতে পায় ৷