সমাস
‘মুখচন্দ্র’ কোন সমাসের উদাহরণ?
‘মুখচন্দ্র = মুখ চন্দ্রের ন্যায়’ উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ। সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয়, তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। এ সমাসে উপমেয় পদটি পূর্বে বসে। [সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ, ৯ম-১০ম শ্রেণী]