বৃক্কের গঠন ও কাজ,রেচনের শারীরবৃত্ত
মূত্রে বিদ্যমান নন-নাইট্রোজেনাস উপাদান কোনটি?
Explanation from Mazeda Ma'am's Book
মূত্রের উপাদান (Composition of urine) : মানুষের মূত্রের রাসায়নিক উপাদানের মধ্যে পানি ৯৫% (৯৫-৯৭%) এবং কঠিন পদার্থ ৫% (৩-৫%)। এই কঠিন পদার্থগুলো বিভিন্ন জৈব ও অজৈব পদার্থ নিয়ে গঠিত। (ক) জৈব পদার্থ (৬০%) : (i) নাইট্রোজেনাস- ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক এসিড, ক্রিয়েটিনিন, ক্রিয়েটিন, প্রোটিন, হিপপিউরিক এসিড, ইনডিকান অক্সালিক এসিড, ফেনল ইত্যাদি। (ii) নন-নাইট্রোজেনাস- কিটোন বডিস, সাইট্রেট, ল্যাকটেট ইত্যাদি।
জীববিজ্ঞান বই-এ মানুষের দেহে পানির সমতা নিয়ন্ত্রণ ও তরল বর্জ্য উৎপাদন সম্পর্কে আলোচনা করা হয়েছে।
2NH3 + CO2 → CO(NH2)2 + H2O
উদ্দীপকে উল্লিখিত বিক্রিয়া কোথায় ঘটে?
'A' চিহ্নিত অংশটি তৈরিতে অংশগ্রহণকারী উপাদান হলো-
পোডোসাইট কোষ
ক্যাপসুলার স্পেস
গ্লোমেরুলার এন্ডোথেলিয়াম
নিচের কোনটি সঠিক?
উল্লিখিত অঙ্গে ব্যবহৃত হরমোনের উৎসস্থল—
পিটুইটারি গ্রন্থি
অ্যাড্রেনাল গ্রন্থি
হৃৎপিণ্ড
নিচের কোনটি সঠিক?