নগ্নবীজি উদ্ভিদ এবং Cycas গঠন ও শনাক্তকারী বৈশিষ্ট্য
মূলটির বৈশিষ্ট্য-
রাইজোবিয়াম দ্বারা নাইট্রোজেনযুক্ত হয়
সায়ানোব্যাকেটেরিয়া দ্বারা আক্রান্ত হয়
কোরালের ন্যায় শাখান্বিত
নিচের কোনটি সঠিক?
Cycas এর মূলের মধ্যে ব্যাকটেরিয়ার বৃদ্ধির সাথে সাথে Nostoc, Anabaena নামক সায়ানোব্যাকটেরিয়া দ্বারাও
আক্রান্ত হয়। ফলে আক্রান্ত মূলগুলো স্বাভাবিক সরু না হয়ে বিকৃত আকৃতি ধারণ করে। সে কারণে সামুদ্রিক প্রবাল বা কোরালের মতো দেখায়। কোরালাকৃতির এসব মূলকে কোরালয়েড মূল (coralloid root) বা রুট টিউবারকল (root-
tubercle) বলে। কোরালয়েড মূলের অন্তর্গঠনে মধ্যকর্টেক্সে Anabaena ও Nostoc অবস্থান করে, এ অংশকে শৈবাল স্তর
বলে।
শিক্ষক ক্লাসে বললেন, বীজ উৎপন্ন করে এমন উদ্ভিদগুলোকে দুইটি গ্রুপে ভাগ করা যায়। যেমন— একটি গ্রুপের উদ্ভিদ ফলহীন ও সস্য হ্যাপ্লয়েড এবং অপর গ্রুপের উদ্ভিদ ফলযুক্ত ও সস্য ট্রিপ্লয়েড।
Cycas-এর সস্যতে ক্রোমোসোম সেট-এর সংখ্যা—
উদ্দীপকটি লক্ষ করো এবং নিচের প্রশ্নগুরোর উত্তর দাও।
বাংলাদেশের চট্টগ্রামের পাহাড়ী অঞ্চলে দেখতে পাওয়া যায় এমন একটি উদ্ভিদের ফসিল মাটির নিচে খনিতেও পাওয়া যায়। এ সকল উদ্ভিদ বংশবিস্তার সাধারণত পার্শ্ব মুকুল সৃষ্টির মাধ্যমে এবং ফুল সৃষ্টি করে সরাসরি বীজ উৎপাদনের মাধ্যমে হয়ে থাকে।
বাংলাদেশের এক ধরনের উদ্ভিদ, যার কোরালয়েড মূল আছে এবং পাযফার্ন নামে পরিচিত। অন্য আরেকটি উদ্ভিদ যার পরাগধানী এক প্রোকোষ্ঠী ও বৃক্কাকার ।