উদ্ভিদের অযৌন প্রক্রিয়া

মূল দ্বারা জননকার্য সম্পন্ন করে—

i. ডালিয়া

ii. আলু

iii. পটল

নিচের কোনটি সঠিক?

CB 21

আবৃতবীজী উদ্ভিদে দেহ অঙ্গের মাধ্যমে অযৌন প্রজনন হয়ে থাকে যাকে আবার অঙ্গজ জনন বলা হয়।বিভিন্ন উপায়ে অঙ্গজ জনন সম্ভব।

মূল দ্বারা(By roots) : মিষ্টি আলু, ডালিয়া,শতমূলী, কাঁকরোল, পটল প্রভৃতি উদ্ভিদের মূল থেকেইননতুন গাছের সৃষ্টি হয়। জমিতে এদের মূল লাগানো হয়।

উদ্ভিদের অযৌন প্রক্রিয়া টপিকের ওপরে পরীক্ষা দাও