৫.১ বাংলাদেশ এর গ্যাস ক্ষেত্র
মোট আবিষ্কৃত গ্যাসক্ষেত্র কতটি?
29
মোট আবিষ্কৃত গ্যাসক্ষেত্র 29টি।
সক্রিয় নলকুপ 101 টি।
ব্লক সংখ্যা 23 টি।
বাংলাদেশে মোট মজুদ গ্যাসের পরিমাণ 28.62 Tcf এর মধ্যে 20.62 Tcf উত্তোলনযোগ্য। সম্ভাব্য মজুদ গ্যাসের শতকরা পরিমাণ নির্ণয় কর।
বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসে মিথেন এর পরিমাণ কত?