বাংলাদেশের বনাঞ্চল ও বনাঞ্চলের উদ্ভিদ ও প্রাণী
ম্যানগ্রোভ বনের উদ্ভিদ হলো-
ম্যানগ্রোভ বনের উদ্ভিদ:
গোলপাতা (Nipa fruticans)
হিতাল (Phoenix paludosa)
সুন্দরী (Heritiera fomes)
গেওয়া (Excoecaria agallocha)
কেওড়া (Sonneratia apetala)
আমুর (Amoora cucullata)
গরান (Ceriops decandra)
কাঁকড়া (Bruguiera gymnorrhiza)
বাইন (Avicennia officinalis) ইত্যাদি।
হাড়গোজার বৈজ্ঞানিক নাম কি?
শিক্ষার্থীরা শিক্ষা সফরে সিলেটের জলাবন 'রাতারগুল' এ বন্য গোলাপ দেখে মুগ্ধ হল।
সুন্দরী গাছের বৈজ্ঞানিক নাম কী?
সাম্প্রতিক ঝড় বুলবুলকে প্রশমিত করার জন্য আমাদের দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি বন কার্যকরী ভূমিকা পালন করেছে যা আমাদের দেশের জন্য প্রাকৃতিক ঢাল হিসেবে সব সময় কাজ করে আসছে।