ম্যালেরিয়ার পরজীবী ও এর জীবনচক্র এবং মানবদেহ সংক্রমন ও প্রতিকার

ম্যালেরিয়া জীবাণুর বহু নিউক্লিয়াসযুক্ত দশা কোনটি?

JB 23

সাইজন্ট (Schizont): সক্রিয় খাদ্যগ্রহণের ফলে পরজীবীর ক্ষণপদ বিলুপ্ত হয়ে যায় এবং উহা গোলাকৃতি ধারণ করে। এসময় এর নিউক্লিয়াসটি বহুবিভাজিত হয়ে 12-24টি নিউক্লিয়াস গঠন করে। বহু নিউক্লিয়াসযুক্ত পরবীজীর এ দশাকে সাইজন্ট বলে। এর সাইটোপ্লাজমে হিমোজোয়াইন (hemozoin) নামক বিষাক্ত বর্জ্য জমা হয়।

ম্যালেরিয়ার পরজীবী ও এর জীবনচক্র এবং মানবদেহ সংক্রমন ও প্রতিকার টপিকের ওপরে পরীক্ষা দাও