লম্বাংশ এবং ত্রিভুজ ও বহুভুজ সূত্র
যদি 12 একক বিশিষ্ট একটি বল ও অজানা একটি বল একই বিন্দুতে এমনভাবে ক্রিয়া করে যে, তাদের লব্ধি অজানা বলের অর্ধেক এবং জানা বলের উপর লম্ব হয়, তবে অজানা বলটির মান কোনটি?
জানা বল বরাবর লম্বাংশ-
∴ সামান্তরিক সূত্রঃ
একটি বর্গের বাহু বরাবর একই ক্রমে P, 2P, 3P ও 4P মানের ৪টি বল ক্রিয়ারত আছে। এদের লব্ধির মান কতো?
একটি বিন্দুতে 2P ও P মানের দুইটি বল ক্রিয়ারত।
বলদ্বয়ের লব্ধি যদি P এর ক্রিয়া রেখার উপর লম্ব হয়, তবে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ কত?
চিত্রে ∠XOY = 90°, ∠XOZ = 135°. OX ও OY দিকে F বলের অংশক যথাক্রমে 5√2 ও 6√2 । OZ এর দিকে F বলের অংশক কত ?