তাপীয় সূত্র
যদি 2 cal তাপ সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হয় তবে কাজের পরিমাণ কত?
আমরা জানি,
W=JQ
যেখানে কাজ হলো W, তাপশক্তি হলো Q, তাপ যান্ত্রিক তুল্যাংক J
সুতরাং,
W= (4.2×2)Joule= 8.4 Joule
কোন প্রক্রিয়ায়, কোনো ব্যবস্থা কর্তৃক কৃতকাজ ব্যবস্থায় সরবরাহকৃত তাপশক্তির সমান হয়?
বুদ্ধতাপীয় প্রক্রিয়ায় 1 atm চাপে রাখা গ্যাসকে প্রসারিত করে দ্বিগুণ করা হলে যে চূড়ান্ত চাপ হয়, সমোষ্ণ প্রক্রিয়ায় সেই একই চাপ পেতে গ্যাসকে কতগুণ প্রসারিত করতে হবে?
তাপমাত্রার বরফকে একটি নিদিষ্ট উচ্চতা থেকে ফেলে দেয়া হলো। এতে বিভব শক্তির তাপে রূপান্তরিত হলো এবং এই তাপ এ উন্নীত হলো। দেয়া আছে, বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ এবং পানির আপেক্ষিক তাপ ।
এটি বার্নারের সাহায্যে বায়ুমণ্ডলীয় চাপে তাপমাত্রার গরম বেলুনের আয়তনের বায়ুকে, উত্তপ্ত করা হলো যা নিচের চিত্রে দেখানো হলো।