প্রশ্বাস নিশ্বাস এবং অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন এবং শ্বাসরঞ্জক
যেটি অন্তঃশ্বসনের বৈশিষ্ট্য নয়-
অন্তঃশ্বসন একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া যা দেহকোষ ও রক্তে সংঘটিত হয়। এখানে এনজাইমের ভূমিকা ব্যাপক এবং নির্দিষ্ট পরিমাণ শক্তি উৎপন্ন হয়।ফুসফুস কর্তৃক বায়ুমণ্ডল থেকে গৃহীত অক্সিজেন রক্ত দ্বারা বাহিত হয়ে দেহকোষে পৌঁছায় যেখানে গ্লুকোজ জারিত হয়ে শক্তি উৎপন্ন করে। উপজাত বস্তু হিসেবে কার্বন-ডাই-অক্সাইড নির্গত হয়।