আমি কিংবদন্তির কথা বলছি

যে আমার দেশ, বন্যার মতো

সমস্ত অভিজ্ঞতার পলিমাটিতে গড়িয়ে এনে একটি চেতনাকে

উর্বর করেছি; এখানে আমাদের মৃত্যু ও জীবনের সন্ধি,

সমুদ্র সৈকতের দুঃসাহসী নাবিকের করোটির ভেতর যেমন

দূরদিগন্তের হাওয়া হাহাকার করে

তেমনি এখানে রয়েছে একটি কোমল নারীর আশাহত হৃদয়

এখানে রয়েছে মা আর পিতা, ভাই আর বোন, স্বজন বিধুর পরিজন

আর তুমি আমি, দেশ আমার ।

CCC 23
আমি কিংবদন্তির কথা বলছি টপিকের ওপরে পরীক্ষা দাও