আমি কিংবদন্তির কথা বলছি
যে আমার দেশ, বন্যার মতো
সমস্ত অভিজ্ঞতার পলিমাটিতে গড়িয়ে এনে একটি চেতনাকে
উর্বর করেছি; এখানে আমাদের মৃত্যু ও জীবনের সন্ধি,
সমুদ্র সৈকতের দুঃসাহসী নাবিকের করোটির ভেতর যেমন
দূরদিগন্তের হাওয়া হাহাকার করে
তেমনি এখানে রয়েছে একটি কোমল নারীর আশাহত হৃদয়
এখানে রয়েছে মা আর পিতা, ভাই আর বোন, স্বজন বিধুর পরিজন
আর তুমি আমি, দেশ আমার ।
'তার পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল বলতে কী ব্যক্ত হয়েছে?'
“আমি কিংবদন্তি কথা বলছি” কবিতায়
যে কবিতা শুনতে জানে না?
আমার বাংলাদেশ যেন কৃষকের মাথায় উষ্ণীয়, যেন বল্লাহারা মাঝির পালে দুরন্ত হাওয়া, এগিয়ে নেওয়া স্রোতধারায় মৎস্যজীবীর গান, ফসলের মাঠে গোলাবারুদে যেন কাঁচা সোনা ধান। আমার সোনার দেশ যেন পোশাককর্মীর সুচ, আমার আশার আলো যেন প্রবাসে কাজ পাওয়া নতুন উদ্যোগে শিল্পকলা, কবিতা আর গান গাওয়া। আমার রক্তে জন্ম নেওয়া শাশ্বত সবুজ।
'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে কে তাকে সশস্ত্র করবে?