পুষ্পপত্রবিন্যাস,পুষ্পপুট,অমরাবিন্যাস ও ফল
যে ফল পাকলে নিচ থেকে উপর বরাবর ফেটে যায় তাকে কি বলে?
সিলিকুয়া জাতীয় ফল পাওয়া যায় Cruciferae পরিবারে | সিলিকুয়া/শুষ্ক বিদারী ফল যা পরিপক্ব হলে নিচ থেকে উপরের দিকে ক্রমশ ফেটে যায়। এই ফল লম্বা ও নলাকার হয়। যেমন- সরিষা।