মাত্রা ও একক বিষয়ক

যে সার্বিক বিবৃতি দিয়ে কোনাে বৈজ্ঞানিক তত্ত্ব শুরু হয় তাকে বলা হয়-

BRUR D 18-19

প্রথাগত যুক্তি অনুসারে, স্বীকার্য বা স্বতঃসিদ্ধ এমন এক ধরনের উক্তি বা সাক্ষ্য যা এখনো প্রমাণ হয়নি বা ব্যাখ্যা করা হয়নি, কিন্তু সত্য বলে ধরে নেওয়া হয় বা স্বীকার করে নেওয়া হয়। ধরে নেওয়া হয়, এ ধরনের উক্তি বা সাক্ষ্য নিজেই নিজের প্রমাণ এবং কোন প্রয়োজনীয় সিদ্ধান্তে উপনীত হতে অবশ্যই এদের সত্য বলে ধরে নিতে হয়।

মাত্রা ও একক বিষয়ক টপিকের ওপরে পরীক্ষা দাও